মোঃ আল-আমিন(বেনাপোল)যশোর,প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৩৫৮ পিচ ইয়াবা ট্যাবলেট, দু’টি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ এক হাজার টাকা সহ বায়জীদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামী- মোঃ বায়জীদ ইসলাম (৩২) সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের দারজুল ইসলামের ছেলে।
যশোর র্যাব-৬ জানায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি ও অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১৭ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে রাত সাড়ে ৮ টার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পনী কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন (এক্স) বিএন এর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা বাজারস্থ জনৈক আতাউর রহমানের সেলুন দোকানের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ৩৫৮ পিচ ইয়াবা ট্যাবলেট, দু’টি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ এক হাজার টাকা সহ বায়জীদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ১০ (ক) ধারায় মামলা রুজু করে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।