সম্প্রতি রাজ্যের বালাসোর জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল রোববার অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, সুকুরি গিরির মেয়ে শিবানী অবৈধ মদ ব্যবসায় জড়িয়ে পড়ে। এতে মা-মেয়ের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। মেয়েকে ওই ব্যবসা থেকে সরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সুকুরি।
একপর্যায়ে মেয়েকে খুন করার জন্য ৫০ হাজার টাকা দিয়ে প্রমোদ জেনা এবং আরও দুজনকে ভাড়া করেন। প্রমোদকেও গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, প্রমোদকে অগ্রিম হিসেবে আট হাজার টাকা দিয়েছিলেন সুকুরি। কাজ শেষের পর বাকি টাকা দেওয়ার কথা ছিল তার।
গত ১২ জানুয়ারি শিবানীকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়। নাগ্রাম গ্রামে একটি সেতুর নিচ থেকে পর দিন তার লাশ উদ্ধার হয়।
এর পর তদন্তে নেমে পুলিশ ভাড়াটে খুনির বিষয়টি জানতে পারে। প্রমোদকে জেরা করে সুকুরির বিষয়টি সামনে আসে। এর পরই অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করা হয়