আগামী ২৮শে ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
তফসিল অনুযায়ী ৩১টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২রা ফেব্রুয়ারি, বাছাই ৪ঠা ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ১১ই ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ই ফেব্রুয়ারি।
সচিব জানান, পঞ্চম ধাপের সব পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, দেশের মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় গত বছরের ২৮শে ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ১৬ই জানুয়ারি ৬০টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়। আগামী ৩০শে জানুয়ারি তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় এবং চতুর্থ ধাপে ১৪ই ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।।