সাতক্ষীরা পৌর মেয়ার নির্বাচনে জামায়াতের নুরুল হুদাসহ ৫ মেয়ার প্রার্থীর মনোনয়ন বৈধ

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে। জেলা নির্বাচন অফিস কার্যালয়ে সকাল থেকে মনোনয়ন যাচাই-বাছাই চলে।
যাচাই-বাছাইয়ে মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচনী কর্মকতা।

এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, বিএনপি’র মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, জামায়াত মনোনিত স্বতন্ত্র প্রার্থী শেখ. নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. এস.এম মুসতাফীজ উর রউফ ও স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু মনোনয়ন বৈধ হয়েছে।
আজ ১৯/০১/২০২১ তারিখ, মনোনয়ন পত্র যাচাই বাছাই ছিল। মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬/০১/২০২১ তারিখ এবং ২৭/০১/২০২১ তারিখ প্রতীক বরাদ্ধ এবং ভোট গ্রহণ আগামী ১৪-ই ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর সময় সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া জামায়াত মনোনিত ৩,৫ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথীর মনোয়ন পত্র বৈধ হয়েছে।

জামায়াত প্রাথী জানান তার নির্বাচনি প্রতীব জগ। যেহেতে আর কেউ জগ প্রতীক চেয়ে আবেদন করেনি নি তাই তার প্রতীক জগ হকে পারে।

Check Also

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ ঘোষনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।