মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা সংক্রান্ত খুলনার শ্রম আদালতের দেয়া রায় স্থগিত করেছে আপীল বিভাগ। ঢাকার শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই মঙ্গলবার দুপুরে এক আদেশে এ স্থগিতাদেশ দেন।
খুলনা শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ আরাফাত হোসেনের দেয়া গত ২২ ডিসেম্বরের রায়ের বিরুদ্ধে আপীল করলে বিচারক এ আদেশ দেন। গত ১৭ জানুয়ারি করা আপীলের শুনানী আজ (১৯ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক গত ২২ ডিসেম্বর দেয়া খুলনা শ্রম আদালতের ৯২/২০১৪ নম্বর মামলার রায় স্থগিত ঘোষণা করেন।
মামলার বাদী মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য রফিউল ইসলাম টুটুলের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ুন কবির তানিম।
উল্লেখ্য, ২০১৪ সালে এমইউজের নির্বাচনের আগে সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ২২ জন ভুয়া সদস্য দেখিয়ে ওই বছরের ২৮ জুন তৎকালীন নির্বাচন কমিটি একটি নির্বাচনের উদ্যোগ নেন। এর বিরুদ্ধে ইউনিয়নের সদস্য রফিউল ইসলাম টুটুল খুলনার শ্রম আদালতে মামলা দায়ের করেন। আদালত নির্বাচনের উপরে নিষেধাজ্ঞা জারী করেন। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বাচন করলে বাদি আদালত অবমাননার মামলা করেন। সে মামলায় আসামীরা আদালতে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। এরপর সদস্য সংক্রান্ত মামলার দীর্ঘ শুনানী শেষে ২২ ডিসেম্বর খুলনা শ্রম আদালতের চেয়ারম্যান সৈয়দ আরাফাত হোসেন ওই ২২ জনকে বৈধ উল্লেখ করে রায় প্রদান করেন। এর রায়ের বিরুদ্ধে আপীল করলে শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই উপরোক্ত আদেশ প্রদান করেন।#
Check Also
আগে সংষ্কার ও বিচার তারপর নির্বাচন : ড. হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডঃ এ, এইচ,এম, হামিদুর …