ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা : ক্রাইমবাতা নিউজ পোর্টালসহ স্থানীয় পত্রিকার সাংবাদদাতাদের নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার সাতক্ষীরা তুফান কনভেশান সেন্টারর লেকভিউতে দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় সাংবাদিকদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় বিষয় সমূহ তুলে ধরেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাতক্ষীরা মিডিয়া সেন্টারের পরিচালক আজিজুর রহমান।
অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের উৎস ও কৌশল নিয়ে বক্তব্য রাখেন অনলাইন নিউজ পোটাল ক্রাইমবাতা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাস। ইসলামের আলোকে সাংবাদিকতার প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা রাখেন সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা মুহা: ওবায়দুল্লাহ। সংবাদ তৈরিতে সাংবাদিকদের করণীয় বির্ষয়ক আলোচনা করেন দৈনিক নয়া দিগন্তের সাতক্ষীরা জেলা সংবাদদাতা মুহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে লাখো কন্ঠের জেলা প্রতিনিধি ফিরোজ হোসেনসহ দৈনিক সংগ্রাম,নয়াদিগন্ত,স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকার উপজেলা প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন । পরে সাতক্ষীরা মিডিয়া সেন্টারের সেন্টারের পক্ষ থেকে কর্মশালায় আগতদের নববর্ষের ডাইরি ও কলম বিতরণ করা হয়। মধ্যভোজের মধ্য দিয়ে উৎসব আমেযে কর্মশালা শেষ হয়।