আশাশুনি সদরের ধান্যহাটিতে চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী সমাবেশ করেছেন।
শনিবার (২২ জানুয়ারি) বিকালে আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোদকনা ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোদকনা ওয়ার্ড বাসির আয়োজনে স্থানীয় ও দলীয় নেতা-কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। ঢালী মো. সামছুল আলম-এর কর্মী সভা একপর্যায়ে জনসভায় রুপান্তরিত হয়। প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমকে সভাস্থলে নিয়ে যান বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।
উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাস্টমস অফিসার অরুণ কুমার দাশ। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হকের প্রতিনিধি শম্ভুজিত মন্ডল।
সভায় বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম।
আরো বক্তব্য রাখেন, বলাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তপন কুমার মন্ডল, হাড়িভাঙ্গা বাজার বণিক সমিতির সহ-সম্পাদক মৃন্ময় মল্লিক, কালিদাস চক্রবর্তী, ভরত চন্দ্র সরকার, সাবেক ইউপি সদস্য ফজলুল রহমান, সিরাজুল ইসলাম, মঙ্গল চন্দ্র রজত, আশাশুনি মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক নূরুল হুদা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল।
উক্ত নির্বাচনী জনসভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢালী মো. সামছুল আলম বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জনগনের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছিয়ে দিতে আপনাদের কাছে নিজের জন্য দোয়া ও আর্শীবাদ কামনা করছি। আমি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারে বসতে পারি তাহলে ইউনিয়ন পরিষদকে মাদক, সন্ত্রাস মুক্ত এবং ডিজিটাল পরিষদ হিসাবে পরিগণিত করবো। তাই আমি আশাকরি আমার এই নির্বাচনী জনসভায় যেভাবে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন তেমনিভাবে আগামী নির্বাচন পর্যন্ত আমার পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ তৈরি করে দিন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।