আদালত প্রতিবেদক \ বহুল আলোচিত এবং লোমহর্ষক সাতক্ষীরার কলারোয়ার খলসী গ্রামের স্বামী স্ত্রী ও দুই শিশু সন্তান হত্যা মামলার আজ সাক্ষী গ্রহন। সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে আজ প্রথম স্বাক্ষী গ্রহন হতে যাচ্ছে। গত চৌদ্দ জানুয়ারী একমাত্র আসামী রায়হানুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালত চার্জ গঠন করে। দেশ ব্যাপী আলোচিত নৃশংস এই হত্যা কান্ডের একমাত্র আসামী রায়হানুর রহমান গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নিজের ভাই শাহিনুর গাজী (৪০), ভাবী সাবিনা ইয়াসমিন, ভাইপো সিয়াম (১০), ভাইজি তাছলিমা কে (৭) হত্যা করে। পরবর্তিতে পুলিশ ঘটনার তদন্তে হত্যাকারী হিসেবে রায়হানুর রহমানের সম্পৃক্ত পায়। এবং সাতক্ষীরার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করে। পুলিশ তদন্ত শেষে একমাত্র আসামী হিসেবে রায়হানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দায়ের করেন। চাঞ্চল্যকর, লোমহর্ষক, নির্মম হত্যা কান্ডের বিচার দ্রুত গতিতে এগিয়ে চলেছে
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …