শাহ জাহান আলী(মিটন)নিজেস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা টু চাপড়া সড়কে মটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উপজেলা কুল্যা ইউনিয়নের সিমান্তবর্তী কুলতিয়া মোড়ে এলাকায়। প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, তালা উপজেলার হরিহরনগর গ্রামের তাজ উদ্দীনের যোমজ দু’পুত্র রাজা (১৮) ও রাজ (১৮) কুল্যার কুলতিয়া মামা ফিরোজ আহম্মেদ জজের বাড়ীতে অবস্থান করে একাদশ শ্রেনীতে লেখা পড়া করে আসছে। ঘটনার সময় দু’ভাই ও তাদের বন্ধু বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের এশার আলীর পুত্র ইদ্রিসকে সাথে নিয়ে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে চাঁদপুর দুরপাল্লার বাসে উঠার জন্য রওনা হয়। পথিমধ্যে সাতক্ষীরা-চাপড়া মেইন সড়কের কুলতিয়া-চাঁদপুরের মধ্যবর্তী সিমান্ত এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বড় ভাই মটর সাইকেল আরোহী রাজা ঘটনাস্থলেই নিহত হয়। ছোট ভাই রাজ ও তার বন্ধু ইদ্রিস গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে আহতদ্বয়কে মুমুর্ষ অবস্থায় দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য, নিহত রাজার পিতা-মাতা দু’জনই এ রিপোর্ট লেখার সময় চিকিৎসার জন্য ভারতে রয়েছেন। রাজার মামার বাড়ী জানাযা শেষে তার গ্রামের বাড়ী নিয়েছে বলে নিহতের পরিবার সূত্রে জানাগেছে।
Check Also
নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব : মাহফুজ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব …