অভয়নগরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিলাল মাহিনী, অভয়নগর (যশোর) প্রতিনিধি :

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মাদ এরশাদসহ যশোরের অভয়নগর উপজেলার প্রয়াত নেতাদের স্মরণে ও আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় অভয়নগর উপজেলার চাকই বাজার সংলগ্ন এম শাব্বির আহমেদের নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লেঃকঃ( অব) এম শাব্বির আহমেদের সভাপতিত্বে তার নিজস্ব বাসভবনে অভয়নগর উপজেলা যুব সংহতির সভাপতি ফরিদ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন রাজীব।

প্রধান বক্তা ছিলেন অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি পীরজাদা শাহ আশরাফুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মিনহাজুল আরেফিন, যশোর জেলা জাপা’র সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড.আকরাম হোসেন, জেলা জাপা নেতা চঞ্চল মাহমুদ, জেলা জাপা নেতা অধ্যাপক মোনায়েম হোসেন, ঝিনাইদহ জেলা জাপা নেতা সোনা, ঝিকরগাছা উপজেলা জাপা’র যুগ্ম আহবায়ক মিলন হোসেন, অভয়নগর উপজেলা জাপা’র সাবেক সিনিয়র সহসভাপতি বাবু প্রহ্লাদ সাহা, বাঘারপাড়া উপজেলা জাপা’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা জাপা’র মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী রেজাউল ইসলাম, সাবেক অর্থসম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে অলক দাস, উপজেলা জাপা নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা যুব সংহতি নেতা আব্দুর রহমান বাদল চাকলাদার, অভয়নগর উপজেলা জাপা নেতা ফজলুল বারী খোকা, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি এস এম জহির আহমেদ, উপজেলা শ্রমিক পার্টির সহ সভাপতি শুকুর আহমেদ, পায়রা ইউনিয়ন সভাপতি ওয়াহেদুজ্জামান, চলিশিয়া ইউনিয়ন সম্পাদক জাহিদুল ইসলাম, শ্রীধরপুর ইউনিয়ন সম্পাদক গিয়াস উদ্দিন, সিদ্দিপাশা ইউনিয়ন সম্পাদক গফফার শেখ প্রমুখ।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।