চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন গেল বুধবার অনুষ্ঠিত হয়ে গেছে। এই নির্বাচনে শতকরা ২২.৫২% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইসি। এর আগে বুধবার ভোটের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। সেখানে মেয়র পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন তিন লাখ ৭৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ৫২ হাজার ২৪৮ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম সিটিতে মোট ৭৩৫টি ভোট কেন্দ্রে একযোগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর মধ্যে সংঘর্ষের কারণে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট চলাকালে দু’পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন।