ফজরের পরেই ভোটকেন্দ্রে নারীরা

হাজীগঞ্জ( চাঁদপুর) প্রতিনিধি   চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিস্থিতিতেই পৌরসভার নির্বাচন চলছে। শনিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি। হাজীগঞ্জ পৌরসভার বলাখালের ১নং (দ.) ওয়ার্ডের বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত। এখানে দুই চারজন পুরুষ ভোটারের দেখা মিললেও শত শত নারী ভোটার লাইনে দাঁড়িয়ে। এখানকার কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ধারা শেষ পর্যন্ত থাকলে আমার বিজয় নিশ্চিত। হাজীগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে একই চিত্র। ভোটার লাইনে দাঁড়ানো হালিমা বেগম ও জবেদা বেগম নামে দুজন নারী বলেন, ফজর পড়েই ভোট কেন্দ্রে চলে আসছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে ভালো লাগবে। হাজীগঞ্জের আলীগঞ্জ পিটিআই কেন্দ্র, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। হাজীগঞ্জ পৌরসভা নির্বচনে বর্তমান মেয়র আসম মাহবুব উল আলম লিপন নৌকা ও সাবেক তিন বারের মেয়র আবদুল মান্নান খান ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমাদের সব কার্যক্রম অব্যাহত রয়েছে।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।