কেশবপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মহাকবির আবক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান সোমবার বিকালে মধুমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত মহাকবির আবক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। পরে কেশবপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহাত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি শিক্ষাবিদ এসএম রুহুল আমিন, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কবি খসরু পারভেজ ও অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি। আলোচনা সভার শুরুতে ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, দৈনিক দৃষ্টিপাতের কেশবপুর প্রতিনিধি এ কে সোহাগ, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, উপজেলা আওয়ামী লীগনেতা এসএম বাবর আলী, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুজ্জামান শাহিন, জিএম আলতাফ হোসেন প্রমুখ।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …