কলারোয়া পৌরসভায় বিএনপির ২৭গুণ ভোট পেয়ে বিজয়ী আওয়ামীলীগের প্রাথী!

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনিরুজ্জামান (বুলবুল) ১৩৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের নার্গিস সুলতানা(বিএনপির বিদ্রোহী প্রার্থী) পেয়েছেন ১৬২৮ ভোট। ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শরিফুজ্জামান তুহিন পেয়েছেন ৫০৫ ভোট। সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আকতারুল ইসলাম এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী (মজনু) নির্বাচন থেকে আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে, আজ ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী।

Check Also

দেবহাটায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।