সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনিরুজ্জামান (বুলবুল) ১৩৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের নার্গিস সুলতানা(বিএনপির বিদ্রোহী প্রার্থী) পেয়েছেন ১৬২৮ ভোট। ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শরিফুজ্জামান তুহিন পেয়েছেন ৫০৫ ভোট। সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আকতারুল ইসলাম এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী (মজনু) নির্বাচন থেকে আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে, আজ ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …