কলারোয়া পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের ঘরে ১নং অগ্নিকান্ড

কলারোয়া পৌরসভার ১নং ওর্য়াড তুলশীডাঙ্গায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ির একটি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

পৌরসভা নির্বাচনের দিন শনিবার দিবাগত রাত (তথা রবিবার ৩১ জানুয়ারী) আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই গ্রামের হোসেন আলী সরদারের ছোট পুত্র।
এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ভুক্তভোগী শফিকুল ইসলাম।
তিনি জানান, ‘রাত ৩টার দিকে তার বাড়ির একটি ঘরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কোন কিছু বুঝার আগেই মূহুর্তের মধ্যে আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যক্রমে ওই ঘরে রাতে কেউ ছিলো না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কলারোয়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে তুলসীডাংগা ১নং ওয়ার্ডে ডালিম প্রতীকের পক্ষে কাজ করার অপরাধে কে বা কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।’
ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জিএম শফিউল আলম শফি ঘটনাটি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর বলেন, ‘শফিকুল ইসলামের বসত ঘরের পাশে রান্নাঘরে এ ঘটনা ঘটেছে। সেখানে একটি প্লাস্টিকের ডাইনিং টেবিল ও খাবার রাখার মিশ্চেপ আংশিক পুড়ে গেছে।’

Check Also

ঈদে সুন্দরবন ভ্রমণে হাজারো পর্যটকের ভীড়

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জ এর আওতাধীন সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের কলাগাছিয়া ফরেস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।