কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিনুর ইসলাম সজিব (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের দাদপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ও শ্যামনগর উপজেলার জয়নগর কাশিমারি আমিনিয়া আলিয়া মাদ্রাসার দাখিল পড়ুয়া শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নলতা থেকে মটর সাইকেলে বাড়ি ফেরার পথে ভাড়াশিমলার সোনাটিকানী নামক এলাকায় পৌছালে অসাবধানতা বসত নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সঞ্জিব সমাদ্দার লাশের সুরতহাল রির্পোট তৈরী শেষে অভিযোগ না থাকায় নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তন্তর করে। এদিকে মাদ্রাসা শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …