দেবহাটা অফিস \ মৎস্য ঘেরের ঈদুরের উৎপাত রোধে বৈদ্যুতিক তার সংযোজনের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করলেন সখিপুরের ঘের ব্যবসায়ী আকরাম কারিগর। ঘটনাটি ঘটে গতকাল সখিপুরের বৈরীপোতা বিলের মৎস্য ঘেরে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরন কারী আকরাম কারিগর মাঝ সখিপুর গ্রামের আবুহার কারিগরের পুত্র। গতকাল বিকালে নিজ মৎস্য ঘেরের বাসায় বৈদ্যুতিক তার সংযোজনের সময় মর্মান্তিক ভাবে বৈদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মৃত্যু বরন করেন। দূর্ঘটনার পর পরই সখিপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আকরাম কারিগরকে মৃত্যু ঘোষনা করেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …