ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে লংমার্চ ঘোষণা

প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে ২৬ মার্চ ইসলামাবাদে লংমার্চ করবে পাকিস্তানের বিরোধী ১১ দলীয় জোট (পিডিএম)।

পিডিএম প্রেসিডেন্ট ও জমিয়তে ওলামায়ে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান বৃহস্পতিবার এ ঘোষণা দেন। খবর জিয়ো নিউজের।

এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেত্রী নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারিসহ অন্যান্য নেতারা।

কাশ্মীরে ভারতীয় দখলদারিত্ব বন্ধে ইমরান ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ বিরোধী রাজনীতিবীদদের। এ জন্য তাকে জবাবদিহিতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।

ইমরানকে ‘পুতুল প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করে মরিয়ম নওয়াজ বলেন, কাশ্মীরিদের পক্ষে কথা বলতে কেন ব্যর্থ হয়েছেন আপনি? আপনার পররাষ্ট্রনীতি কি?

কাশ্মীরি জনগণ যখন আপনার সমর্থন প্রত্যাশা করছিল, তখন আপনি ব্যস্ত ছিলেন আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে।

ইমরান খানের পদত্যাগের দাবিতে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বদলীয় জোট গঠন করে মূল বিরোধীদলগুলো। জোটের নাম দেয়া হয় পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

বিরোধীদের দাবি, পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব চলবে না। নতুন দায়বদ্ধতা আইন আনতে হবে এবং ইমরান খানকে ইস্তফা দিতে হবে।

ইমরানের ইস্তফা চাওয়ার কারণ, বিরোধীদের দাবি, তিনি নির্বাচনে জালিয়াতি করে জিতেছেন। আর সেই জালিয়াতিতে সাহায্য করেছে সেনাবাহিনী।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।