নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, বাবা-মেয়ে নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার সাঁথিয়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে গেছে। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া নির্মাণাধীন একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বাবা শাহ বাবু (৩০) ও তার মেয়ে বৃষ্টি আক্তার (১২)। তাদের বাড়ি সাঁথিয়া ভিটাপাড়া গ্রামে। নিহত শাহ বাবু পেশায় দিনমজুর ছিলেন।

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, নগরবাড়ী থেকে সিমেন্টবোঝাই  ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির দিকে যাচ্ছিল।

পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়।

এসময় ওই ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বাবা ও মেয়ে। পাশে থাকা তার স্ত্রী ও ছেলে দৌড়ে দূরে নিরাপদ স্থানে চলে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।