সাতক্ষীরায় করোনার টিকা নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: রুহুল হক

কালিগঞ্জ প্রতিনিধি : মরণব্যাধি করোনা ভাইরাসের টিকা নিয়ে দীর্ঘদিন ধরে উন্নয়নে বিরোধীতাকারীরা অপপ্রচার চালিয়ে আসছিল। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে আমাদের জন্য করোনার টিকা নিয়ে এসেছেন। সুতারাং অপ-প্রচারে কান না দিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে টিকা নিতে হবে। সারা দেশের ন্যায় রোববার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুনের দেওয়া কোভিড-১৯ এর পরীক্ষিত টিকা নিজের শরীরে গ্রহনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে টিকা গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাবেক উপজেলা প.প কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমান, নলতা হাসপাতালে সুপারেনটেনডেন্ট ডাঃ আবুল ফজল মুহাম্মাদ বাপ্পী। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ মোয়াজ আবরার, ডাঃ সানজানা উলফাত চাঁদনী, ডাঃ সাফায়েত দোযা, ডাঃ তাহাজ্জোদ হোসেন, ডাঃ শাহিনুর ইসলাম প্রমুখ। হাসপাতাল সূত্রে জানাযায়, প্রথম পর্যায়ে কালিগঞ্জ উপজেলায় ৮‘শ ৩০টি ভায়াল দেওয়া হয়েছে। সে গুলো ৮ হাজার ৩‘শ ব্যাক্তিকে দেওয়া সম্ভব। প্রথম দিনে রেজিষ্ট্রেশনকৃত ৩৫জনকে করোনা ভাইরাসের টিকা প্রদানের কথা থাকলে ১৬জন ব্যাক্তি টিকা গ্রহন করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলায় অনলাইনে মাধ্যমে ১০৫জন ব্যাক্তি রেজিষ্ট্রেশন করেছেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।