সাতক্ষীরায় বিদ্যুতের খুটিতে ঝুলে ভাজা মাছের মত মচমচে হয়ে মৃত্যু হয়েছে বিদ্যুৎ শ্রমিকের

স্টাফ রিপোটারঃ  সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া (স্টাফকোয়াটার) এর সামনে এঘটনা ঘটে।
ওই শ্রমিক গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ৩নং দমোদরপুর দুলার বটতলা গ্রামের কুদ্দুস আলীর পুত্র হাবিবুর রহমান ভুট্টো (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুর রহমান ভুট্টো সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতো। সোমবার সকালে কাটিয়া ফিডের কাজ করার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ অফিসকে লাইন বন্ধ করতে বলেন। তারা কাটিয়া ফিডের লাইন বন্ধ করলেও পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে টেক্সটাইলস মিলস ফিডে উঠে পড়েন এবং ৩৩ হাজার কে.বি ভোল্টেজ এর লাইনে হাত লাগানোর সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান শ্রমিক ভুট্টোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় উৎসুক জনতা যে যার মত করে মোবাইলে ভিডিও করতে থাকে। তার সমস্ত শরীর মচমচে হয়ে যায়। একটি হাত ভাজা মাছের মত ঝরে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত হাবিবুর রহমান ভুট্টো সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করত। সোমবার সকালে কাটিয়া ফিডার কাজ করার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ অফিসকে লাইন বন্ধ করতে বলেন। তারা কাটিয়া ফিডের লাইন বন্ধ করলেও পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে টেক্সটাইলস মিলস ফিডারে উঠে পড়েন। কাজ করার উদ্দেশ্যে ৩৩ হাজার কে.বি ভোল্টেজ এর লাইনে হাত লাগানোর সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়।

Please follow and like us:

Check Also

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বাংলাদেশিদের মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আরও একবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০শে জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।