সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলামের পক্ষে টেবিল ল্যাম্প প্রতিকের বিজয়ের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করেছে নেতৃবৃন্দ। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পৌরসভার ৫নং ওয়ার্ডের চালতিতলা বাজার মোড়, মেঝ মিয়ার মোড়, বাগানবাড়ি,বাটকেখালি,গড়েরকান্ড,পারকুকরালিসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এবং পথচারী ও এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে টেবিল ল্যাম্প প্রতিকের প্রক্ষে ভোট চান স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম ও তার কর্মীর। এসময় সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে টেবিল ল্যাম্প প্রতিকের লিফলেট বিতরণ ও ৫নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান, মাষ্টার বদিউজ্জামান, প্রভাষক আব্দুল হান্নান,মাওলানা আবুল হোসেন,আবু সাইদসহ অনেকে। প্রেসবিজ্ঞপ্তি।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …