সাতক্ষীরা পৌরসভা নির্বাচন

স্টাফ রিপোটার:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ এর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর ও সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের উপস্থিতিতে পৌর নির্বাচনে ০৫ জন মেয়র প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কে কোন প্রতীক পেলেন।

মেয়র

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক, তার প্রতীক-নৌকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, তার প্রতীক-ধানের শীষ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. এস.এম মুসতাফীজ উর-রউফ, তার প্রতীক-হাতপাখা

স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু, তার প্রতীক-নারকেল গাছ

স্বতন্ত্র প্রার্থী জামায়াত মো. নুরুল হুদা, তার প্রতীক-জগ

সংরক্ষিত নারী কাউন্সিলর

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ০১,০২ ও ০৩ নং ওয়ার্ড

জ্যোৎস্না আরা, প্রতীক-চশমা

তাজিনা আক্তার, প্রতীক-আনারস

নুরজাহান বেগম, প্রতীক-জবা ফুল

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড

অনিমা রাণী মন্ডল, প্রতীক-আনারস

ফরিদা আক্তার বানু, প্রতীক-জবা ফুল

মরিয়ম পারভীন, প্রতীক-টেলিফোন

মোছাঃ রওশন আরা, প্রতীক-চশমা

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৭,৮ ও ৯ নং ওয়ার্ড

ফারহা দীবা খান সাথী, প্রতীক-বলপেন

গুলশান আরা, প্রতীক-চশমা

মোছাঃ রাবেয়া পারভীন, প্রতীক-জবা ফুল

মোছাঃ রুবিনা জামান খান চৌধুরী, প্রতীক-আনারস

সাহিদা আক্তার, প্রতীক-অটো রিক্সা

সাধারণ সদস্য (কাউন্সিলর)

কাউন্সিলর ১নং ওয়ার্ড

মো. আব্দুস সেলিম, প্রতীক-ডালিম

রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), প্রতীক-টেবিল ল্যাম্প

মো. কায়ছারুজ্জামান হিমেল, প্রতীক-স্কু ড্রাইভার

শেখ জুলফিকার রহমান উজ্জল, প্রতীক-পাঞ্জাবি

এ.কে.এম আহসান আজীম, প্রতীক-ঢেড়শ

নুরুল ইসলাম, প্রতীক-উট পাখী

মো. আছাদুল ইসলাম, প্রতীক-গাজর

মো. আব্দুর রাজ্জাক, প্রতীক-ব্লাক বোর্ড

শেখ রশিদুর রহমান, প্রতীক-ব্রিজ

সেলিনা আক্তার, প্রতীক-পানির বোতল

কাউন্সিলর ২নং ওয়ার্ড

মো. আহসানুল কাদির, প্রতীক-টেবিল ল্যাম্প

মো. তালিম হোসেন, প্রতীক-উট পাখী

সৈয়দ মাহমুদ পাপা, প্রতীক ডালিম

কাউন্সিলর ৩নং ওয়ার্ড

কামরুল কবির চৌধুরী, প্রতীক-ব্রিজ

মো. আইনুল ইসলাম নান্টা, প্রতীক-ব্লাক বোর্ড

মো. আনোয়ার হোসেন, প্রতীক-উট পাখী।

মো. ইব্রাহীম, প্রতীক-পানির বোতল

মো. সুমন রহমান, প্রতীক-পাঞ্জাবি

শেখ আব্দুস সেলিম, প্রতীক-টেবিল ল্যাম্প

কাউন্সিলর ৪নং ওয়ার্ড

কাজী ফিরোজ হাসান, প্রতীক-পাঞ্জাবি

শেখ আছাদ আহম্মদ, প্রতীক-উট পাখী

শেখ আফজাল হোসেন, প্রতীক-টেবিল ল্যাম্প

শেখ মাহমুদ হাসান, প্রতিক-ব্রিজ

কাউন্সিলর ৫নং ওয়ার্ড

মো. আবু সাঈদ, প্রতিক-ব্রিজ

মো. আব্দুর রাজ্জাক, প্রতীক-ফাইল কেবিনেট

মো. আব্দুল মালেক, প্রতীক-ব্লাক বোর্ড

মো. আমিরুল ইসলাম, প্রতীক-টেবিল ল্যাম্প

মো. ফারুক হোসেন, প্রতীক-পাঞ্জাবি

মো. মিজানুর রহমান, প্রতীক-ডালিম

মো. শহিদুল ইসলাম, প্রতীক-উট পাখী

মো. শাহিনুর রহমান, প্রতীক-গাজর

শেখ আনোয়ার হোসেন মিলন, প্রতীক-পানির বোতল

কাউন্সিলর ৬নং ওয়ার্ড

মো. কামরুজ্জামান, প্রতীক-পানির বোতল।

মো. রফিকুল ইসলাম, প্রতীক-উট পাখী

মো. শহিদুল ইসলাম, প্রতীক-টেবিল ল্যাম্প

শেখ মারুফ আহম্মেদ, প্রতীক-ডালিম

শেখ মাহমুদ হোসেন, প্রতীক-ব্রিজ

কাউন্সিলর ৭নং ওয়ার্ড

শেখ জাহাঙ্গীর হোসেন কালু, প্রতীক-পানির বোতল

মো. শাহাব উদ্দীন, প্রতীক-ঢেড়শ

এস.এম জাহানুর হুসাইন, প্রতীক-পাঞ্জাবি

মো. আব্দুল্লাহ আল মামুন, প্রতীক-ডালিম

মো. জাহেদুল ইসলাম, প্রতিক-টেবিল ল্যাম্প

মো. রেজাউল করিম, প্রতীক-উট পাখী

কাউন্সিলর ৮নং ওয়ার্ড

মো. শফিকুল আলম বাবু, প্রতীক-পাঞ্জাবি

মো. আনারুল ইসলাম, প্রতীক-উট পাখী

মো. মনিরুজ্জামান মনির, প্রতিক-পানির বোতল

মো. শওকত আলী, প্রতীক-ডালিম

কাউন্সিলর ৯নং ওয়ার্ড

শেখ শফিক উদ-দৌলা সাগর, প্রতীক-উট পাখী

মো. জিল্লুর রহমান, প্রতীক-টেবিল ল্যাম্প

মো. আবিদুল হক, প্রতীক-পাঞ্জাবি

এম.এ রাজ্জাক, প্রতীক-ডালিম

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।