আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, নৌকা এদেশের মানুষের স্বাধীনতা-সংগ্রামের প্রতীক। নৌকা কোটি বাঙালির অধিকার আদায়ের প্রতীক। নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা এদেশের কৃষক-শ্রমিক-জনতার প্রতীক। নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ কখনো খালি হাতে ফেরেনি। নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ কখনো বঞ্চিত হয়নি। বরং নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ পেয়েছে সুখ-শান্তি ও সমৃদ্ধি। ১৯৭০ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতা। তাই দেশের উন্নয়নে নৌকার প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। কোন অপশক্তি যেনো নৌকার বিজয় রুখতে না পারে সেজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের সুখ-দু:খের সাথী হিসেবে তাদের পাশে দাঁড়াতে হবে। অসহায় মানুষের পাশে থেকে শক্তি ও সাহস যোগাতে হবে। আওয়ামী লীগের কোন নেতা-কর্মীর আচার-ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। মনে রাখতে হবে-আওয়ামী লীগ মানুষের সেবক, শাসক নয়।


আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক বিজয়ের লক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকাল ৩টায় শহীদ আব্দুর রাজ্জাকপার্কে অনুষ্ঠিত সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আধুনিক তিলোত্তমা সাতক্ষীরা নগরী গড়তে আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হককে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ’৭১ এর পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র চালাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিুজবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন বাংলাদেশ যখন বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক তখনই ২০০১ সালের পরাজিত জামাত-বিএনপির সন্ত্রাসীরা দেশকে পিছিয়ে নেওয়ার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। গুজবে কান না দিয়ে আগামীর সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী শেখ নাসেরুল হকের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনের সঞ্চালনায় আওয়ামী লীগের জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা শমিক লীগ সভাপতি সাইফুল করিম সাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, যুবলীগের রফিকুল ইসলাম, ওয়াহিদ পারভেজ, ছাত্রলীগের ফারিব আজমীর।

 


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি জেলা আ.লীগ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি কাজী এরতেজা হাসান জজ, সহ-সভাপতি আসাদুল হক, যুগ্ম সম্পাদক আ. হ. ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শফিউল আযম লেনিন, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অজয় সরকার, প্রচার সম্পাদক এড. অনিত মুখার্জী, উপ-প্রচার প্রণব ঘোষ বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভিন রতœা, এসএম শওকত হোসেন, শাহজাহান আলী, আব্দুর রশিদ, জিএম ফাত্তাহ, শেখ ফিরোজ আহমেদ স্বপন, নাজমুন আশিফ মুন্নি প্রমুখ।
জনসভাকে কেন্দ্র করে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জনতার ঢল নামে। কানায় কানায় ভরে যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। এরআগে শহর ও শহরের বাইরে থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে নেতা-কর্মীরা অংশ নেন জনসভায়।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।