৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করলেন রেজাউল

সাতক্ষীরা পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে জেলা আ.লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের সম্মানে পৌরসভার ৭ নং ওয়ার্ডের উটপাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে কাউন্সিলর পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত ইব্রাহিম গাজীর ছেলে মোঃ রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত সময়ে ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। অগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে উটপাখি প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম।

আমি সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত জেলা আ.লীগের প্রচার ও প্রতকাশনা সম্পাদক অনীত মুখার্জী, জেলা পরিষদ সদস্য, কেন্দ্রীয় কৃষক লীগের নির্বাহী সদস্য ও জেলা আ.লীগের নির্বাহী সদস্য মাহফুজা রুবি, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের পরামর্শে পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করার লক্ষ্যে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। আজ থেকে বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

মোঃ রেজাউল করিম আরো বলেন, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নিজের স্বার্থের কথা না ভেবে দলীয় স্বার্থে এবং জেলা আ.লীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। আমি নৌকা প্রতিকের মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে ভোট প্রদানের জন্য পৌরবাসির কাছে বিনীত অনুরোধ রাখছি।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।