ভাদড়া হাফিজিয়া মাদরাসার ছাত্ররা সাতক্ষীরার গন্ডি পেরিয়ে ঢাকায়

আলমগীর হুসাইন বৈকারী প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া বাজার হাফিজিয়া মাদরাসার ছাত্ররা জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে কৃতিত্বের ধারা অব্যাহত রেখে সাতক্ষীরার গন্ডি পেরিয়ে এবার ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহনের সাফল্য অর্জন করেছে (যার প্রথম পুরুস্কার এক লক্ষ টাকা)। জানা যায়, অত্র মাদরাসাটি গত তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রদের বিশুদ্ধ পবিত্র কুরআন শিক্ষা দিয়ে আসছে। সাথে সাথে সাতক্ষীরার বিভিন্ন স্থানে কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে তারা তাদের পড়াশুনার মানও ইয়াদের দিকসহ বিভিন্ন অবকাঠামগত দিক দিয়ে প্রতিবছর অত্যন্ত স্বর্নের স্বাক্ষর রেখেছে জেলা ও উপজেলা পর্যায়ে। তারই ধারাবাহিকতায় এ বছর উপজেলা পর্যায়ে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে ২২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথমস্থান সহ মোট ৯জন এবং জেলা পর্যায়ে সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে ৩জন এবং আন্নূর সেরা হাফেজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে ৫জন প্রতিযোগী তাদের প্রতিভা কাজে লাগিয়ে সাতক্ষীরা জেলা থেকে বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে ঢাকায় চান্স পাওয়ার গৌরব অর্জন সহ জেলা থেকে মোট ৮টি পুরুস্কার পেয়ে সাফল্যের ধার অব্যাহত রেখেছে। অত্র মাদ্রাসার বিভিন্ন সাফল্যের জন্য মাদরাসা কমিটি কর্র্তৃপক্ষ সকলের নিকট চির কৃতজ্ঞ ও অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ রুহুল আমিন কে ফুল দিয়ে সংবর্ধ্বনা জানান। সাথে সাথে জাতীয় পর্যায়ে পুরুস্কারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।