মোঃ রুহুল আমিন(চৌগাছা)যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা পৌরসভায় নৌকার প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেল ৬ হাজার ৫৪২ ভোট পেয়ে
বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মাস্টার কামাল আহমেদ জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৭ ভোট। এছাড়া বিএনপির আব্দুল হালিম চঞ্চল ১ হাজার ৪২৭ ভোট এবং হাতপাখা প্রতীকে মুফতি শিহাব উদ্দিন শিহাব পেয়েছেন ৭৪৫ ভোট।
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান আনিচ (পানির বোতল), ২ নম্বর ওয়ার্ডে সাইদুল ইসলাম ( উট পাখি) ৩ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল (উট পাখি) ৪ নম্বর ওয়ার্ডে সিদ্দিকুর রহমান ( উটপাখি) ৫ নম্বর ওয়ার্ডে জিএম মোস্তফা (পানির বোতল) ৬ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান ( উটপাখি) ৭ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন ( পানির বোতল) ৮ নম্বর ওয়ার্ডে শাহিনুর রহমান ( পাঞ্জাবি), ৯ নং ওয়ার্ডে আনিছুর রহমান (টেবিল ল্যাম্প) বেসরকারিভাবে নির্বাচিত।
এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২ ও ৩ ওয়ার্ডে ফাতেমা খাতুন (আনারস) ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জোসনা খাতুন ( চশমা) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে জহুরা খাতুন (চশমা) বেসরকারি নির্বাচিত।