সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ ফলাফল

মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তাজকিন আহমেদ ২৫০৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩২২১ ভোট। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শেখ নাসেরুল হক ১৩০৫০, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের ডা. এসএম মুসতাফীজউর রউফ ১৬৭৯ ভোট, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের নুরুল হুদা পেয়েছেন ২৮৮৮ ভোট। সংরক্ষিত নারী কাউন্সিলর ১, ২ ও ৩ নং ওয়াডে নূর জাহান বেগম (জবাফুল) ১১৮৮৫ ভোট, জ্যোৎস্না আরা (চশমা) ৫৮৬৮ ভোট এবং তাজিনা আক্তার (আনারস) ১২৭০ ভোট পেয়েছেন । ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে অনিমা রাণী মন্ডল (আনারস) ৫৪২৮ ভোট, ফরিদা আক্তার বানু (জবা ফুল) ৪১৮৯ ভোট, মরিয়ম পারভীন (টেলিফোন) ৩৭০৭ ভোট এবং মোছা: রওশন আরা (চশমা) ৩৬৯৮ ভোট পেয়েছেন। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মোছা. রাবেয়া পারভীন (জবাফুল) ৭০২৯, ফারহা দীবা খান সাথী (বলপেন) ৬৯৫৪ ভোট, গুলশান আরা (চশমা) ১২১৯ ভোট, মোছাঃ রুবিনা চৌধুরী (আনারস) ৩৯৬০ ভোট এবং সাহিদা আক্তার (অটো রিক্সা) ৪৯৫ ভোট। সাধারণ সদস্য কাউন্সিলরের মধ্যে ১নং ওয়ার্ডে: মো. কায়ছারুজ্জামান হিমেল (স্ক্রু ড্রাইভার) পেয়েছেন ২০০৯ ভোট, রাশিদ হাসান চৌধুরী বাবু (টেবিলল্যাম্প) ১৮২০ ভোট, মো. আব্দুস সেলিম (ডালিম) ৫৭২ ভোট, শেখ জুলফিকার রহমান উজ্জল (পাঞ্জাবি) ৩৪৪ ভোট, একেএম আহসান আজীম (ঢেঁড়শ) ৮০ ভোট, নুরুল ইসলাম (উটপাখি) ৩০ ভোট, মো. আছাদুল ইসলাম (গাজর) ২৩০ ভোট, মো. আব্দুর রাজ্জাক (ব্লাক বোর্ড) ৭৩ ভোট, শেখ রশিদুর রহমান (ব্রিজ) ২৯ ভোট, সেলিনা আক্তার (পানির বোতল) ১৩৭ ভোট। কাউন্সিলর ২নং ওয়ার্ডে: সৈয়দ মাহমুদ পাপা (ডালিম) ৪৭১২ ভোট পেয়েছেন। মো. আহসানুল কাদির (টেবিল ল্যাম্প) ১৫৭৯ ভোট, মো. তালিম হোসেন (উট পাখি) ৪৭০ ভোট পেয়েছেন। কাউন্সিলর ৩নং ওয়ার্ডে: মো. আইনুল ইসলাম নান্টা (ব্লাক বোর্ড) ২৫৮০ ভোট। মো. ইব্রাহীম (পানির বোতল) ১৫৬৪ ভোট, কামরুল কবির চৌধুরী (ব্রিজ) ২৪০ ভোট, মো. আনোয়ার হোসেন (উটপাখি) ৮০৪ ভোট, মো. সুমন রহমান (পাঞ্জাবি) ৮৬ ভোট, শেখ আব্দুস সেলিম (টেবিল ল্যাম্প) ১২৭৯ ভোট এবং শেখ মুজিবুর রহমান (ডালিম) ৪৩৪ ভোট পেয়েছেন। কাউন্সিলর ৪নং ওয়ার্ডে: কাজী ফিরোজ হাসান (পাঞ্জাবি) ২৮১১ ভোট, শেখ আছাদ আহম্মদ (উটপাখি) ১৪০৪ ভোট, শেখ আফজাল হোসেন (টেবিল ল্যাম্প) ৫২ ভোট, শেখ মাহমুদ হাসান (ব্রিজ) পেয়েছেন ৫২ ভোট। কাউন্সিলর ৫নং ওয়ার্ডে: শেখ আনোয়ার হোসেন মিলন (পানির বোতল) ১৭২৬ ভোট পেয়েছেন। মো. শাহিনুর রহমান (গাজর) ১৬৯৪ ভোট, মো. আবু সাঈদ (ব্রিজ) ১৬১ ভোট, মো. আব্দুর রাজ্জাক (ফাইল কেবিনেট) ৭৪ ভোট, মো. আব্দুল মালেক (ব্লাকবোর্ড) ৫৮ ভোট, মো. আমিরুল ইসলাম (টেবিল ল্যাম্প) ১৬৭৬ ভোট, মো. ফারুক হোসেন (পাঞ্জাবি) ৩৩ ভোট, মো. মিজানুর রহমান (ডালিম) ১৮০ ভোট এবং মো. শহিদুল ইসলাম (উট পাখি) ৮০০ ভোট পেয়েছেন। কাউন্সিলর ৬নং ওয়ার্ডে: শেখ মারুফ আহম্মেদ (ডালিম) ২৬৪৮ ভোট পেয়েছেন। মো. শহিদুল ইসলাম (টেবিল ল্যাম্প) ২৬৩৯ ভোট, মো. কামরুজ্জামান (পানির বোতল) ৪৫৮ ভোট, মো. রফিকুল ইসলাম (উটপাখি) ৫০৩ এবং শেখ মাহমুদ হোসেন (ব্রিজ) ৮৯ ভোট পেয়েছেন। কাউন্সিলর ৭নং ওয়ার্ডে: শেখ জাহাঙ্গীর হোসেন কালু (পানির বোতল) ৩২৩৮ ভোট পেয়েছেন। এসএম জাহানুর হুসাইন (পাঞ্জাবি) ১৮২১ ভোট, মো. শাহাব উদ্দীন (ঢেঁড়শ) ৫৬ ভোট, মো. আব্দুল্লাহ আল মামুন (ডালিম) ৩৮৫ ভোট, মো. জাহেদুল ইসলাম (টেবিল ল্যাম্প) ৮৫৯ ভোট এবং মো. রেজাউল করিম (উট পাখি) ২৭ ভোট পেয়েছেন। কাউন্সিলর ৮নং ওয়ার্ডে: মো. শফিকুল আলম বাবু (পাঞ্জাবি) ৪৫৪৯ ভোট। মো. আনারুল ইসলাম রনি (উটপাখি) ৯৭৫ ভোট, মো. মনিরুজ্জামান মনির (পানির বোতল) ২৪০ ভোট, মো. শওকত আলী (ডালিম) ১৯৮ ভোট পেয়েছেন। কাউন্সিলর ৯নং ওয়ার্ডে: শেখ শফিক উদ-দৌলা সাগর (উটপাখি) ৩৭৪৬ ভোট। মো. জিল্লুর রহমান (টেবিল ল্যাম্প) ৩২২৮ ভোট, মো. আবিদুল হক (পাঞ্জাবি) ১৭২ ভোট এবং এমএ রাজ্জাক (ডালিম) ২৮৬ ভোট পেয়েছেন।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।