সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন নারী কাউন্সিলরনূর জাহান বেগম

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভায় নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নূর জাহান বেগম। তিনি এক মাত্র সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর মধ্যে ১০ হাজারের অধিক জবাফুল প্রতিকে ১১৮৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না আরা চশমা পতিকে ৫৮৬৮ ভোট। এদিকে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল কমির পেয়েছেন সর্বনি¤œ ভোট। তিনি উটপাখি প্রতিকে ২৭ ভোট পেয়েছেন।

অপরদিকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছে সংরক্ষিত নারী কাউন্সিলর নূর জাহান বেগম। তিনি তার প্রতিদ্বন্দী প্রার্থী জ্যোৎস্না আরাকে ৬০১৭ ভোটে পরাজিত করেছেন। ৬নং ওয়ার্ডে শেখ মারুফ আহমেদ তার প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলামে মাত্র ৯ ভোটে পরাজিত করেছেন।
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৫২ জনসহ সর্বমোট ৬৯ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৮৯ হাজার ২২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন ও মহিলা ভোটার ৪৫ হাজার ৮০৬ জন। ৯টি ওয়ার্ডে ৩৭ টি কেন্দ্রে ২৪৮টি ব্যুথে ভোট গ্রহণ করা হয়।

ভাল লাগলে আমাদের চ্যানেল subscribes  করবেন

https://youtu.be/9xmGTIPkLWA

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।