বসতঘরের আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

 দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে। এ সময় ওই বাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে বৈদ্যুতিক চার্জমিটার থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (৮)।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক চার্জমিটার থেকে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসতবাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই বসতবাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়েছে। পরে গৃহবধূ ছালেহা বেগম এবং তার মেয়ে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।

তবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই পুড়ে ওই মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।