নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ইট ভাটায় ইট কিনে ফেরার পথে ট্রাক্টরের চাপায় এক লেপ-তোষকের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার দেবহাটার উপজেলার পুষ্পকাটির বিসমিল্লাহ ব্রিকসে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যবসায়ী সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত আজিজেল কারিকরের ছেলে আব্দুর রাজ্জাক মোজাম কারিকর(৫৫)। পেশায় তিনি লেপ-তোষকের কারিগর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি তৈরির কাজের জন্য ২হাজার ইট ক্রয় করতে পুষ্পকাটি বিসমিল্লা ভাটায় আসেন। ইট কিনে ফেরার পথে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ২টি ট্রাক্টর একে অপরের সাইড দিতে যেয়ে একটির পিছনের চাকায় পিষ্ট হন। এসময় তাকে উদ্ধার করে সাাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ঐ অবৈধ যান( ট্রাক্টর) ফেলে পালিয়ে যায় চালক পাবনা জেলার নাজিম হোসেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ট্রাক্টর চাপায় একজন ব্যক্তির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি দেবহাটা উপজেলায় ঘটলেও নিহত ব্যক্তির বাড়ি সদর উপজেলায়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …