স্টাফ রিপোটার: প্রতাপনগরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ বর্ষার আগে সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার।
সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি এ্যাড. ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মেহেদী আলী সুজয়, দপ্তর সম্পাদক এম.বেলাল হোসাইন, শিক্ষা গবেষণা সম্পাদক জাহিদা জাহান মৌ,৮নং ওয়ার্ডের সভাপতি ডা: শফিকুল ইসলাম, প্রতাপনগরের বাসিন্দা মিয়ারাজ হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, গত বছরের ২৫ মে আম্ফানের আঘাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ এলাকার ভেড়িবাঁধ ভেঙে প্লাবিত হাজার হাজার বাড়ি ঘর। ৯ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রতাপনগরের মানুষ তাদের বসত ভিটায় ফিরতে পারেনি। এখনো জোয়ার ভাটা ওঠা নামা করে। এক অবর্ণীয় দু:খ কষ্টে জীবন যাপন করছে সেখানকার মানুষ। অথচ জনপ্রতিনিধি এবং উর্দ্ধতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেই। প্রকৃতপক্ষে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের গাফিলতির কারনেই দীর্ঘ ৯ মাসের সংস্কার হয়নি প্রতাপনগরের ভেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বেতন উত্তোলন করেন। অথচ মানুষ পানি ডুবে মরলেও ভেড়িবাঁধ নির্মানের জন্য কোন তোড়জোড় নেই। তারা বেতন নেন আর এসিরুমে আরামে থাকেন। মানুষ বাঁচলো কি মরলো সেটি নিয়ে ভাববার সময় নেই। ওই ভাঙ্গনের ৩জন শ্রমিক নিখোঁজ হয়। এর মধ্যে ১ জনের লাশ উদ্ধার করা হলেও বাকী ২ জনের কোন সন্ধান পাওয়া যায়নি। বর্ষার আগেই প্রতানগরের বাধ নির্মান না হলে বৃহত্তর কর্মসূচির গ্রহণ করা বলে জানিয়ে দ্রুত বাধ নির্মাণের দাবি করেন বক্তারা।
Check Also
সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …