রহস্যময় উপস্থিতি

উত্তর কোরিয়ার কর্তা কিম জং উনের স্ত্রীকে নিয়ে তেমনভাবে কোনও মাথাব্যাথা নেই কারও। তবে সোল জুই কেন বিগত এক বছর ধরে সকলের সামনে আসছিলেন না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

দ্যা টেলিগ্রাফ সূত্রে খবর, হঠাতই স্বামী কিম জং উনের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাকে। বহুদিন পর এই দু’জনকে একসঙ্গে দেখে খুশিতে ফেটে পড়েন সেখানে উপস্থিত সকলেই। অনেকে মনে করেন, সোল জুইয়ের বর্তমান বয়স ৩২ বছর। হয়তো করোনার ভয়েই তিনি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। করোনাকালে উত্তর কোরিয়া বিদেশ থেকে সমস্ত ধরনের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। তবে এতদিন কোথায় ছিলেন তিনি তা নিয়ে মেলেনি কোনও সদুত্তর।

এ বিষয়ে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সম্ভবত করোনা নিয়ে বেশি ভীত ছিলেন সোল। তাই হয়তো তাকে এতদিন দেখা যায়নি। আবার অনেকে মনে করছেন জুই হয়তো এতদিন ধরে তার সন্তান পালন করতে ব্যস্ত ছিলেন। সেজন্যে তিনি হয়তো নিজেকে সকলের সামনে নিয়ে আসার কোনও ঝুঁকি নেননি। জুই হয়তো অসুস্থ ছিলেন বলেও মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, কিম জং উনের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত কোনও খবর বাইরে প্রকাশ করা হয় না। তার খুব ঘনিষ্ঠ ব্যক্তিরাই এই খবর রাখেন। জুই একসময় জনপ্রিয় গায়িকা ছিলেন। সেখান থেকেই তার সঙ্গে পরিচয় হয় কিম জং উনের। ১০০৯ সালে তাদের বিবাহ হয়। তাদের তিনটি সন্তান রয়েছে বলেও খবর মিলেছে। তবে এতদিন পর জুইকে সামনে দেখে খুশি সকলেই।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।