শার্শায় খাল খনন উদ্বোধন আফিল উদ্দীন এমপির

আব্দুল্লাহ(শার্শা)যশোর, প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলাধীন চটকাপোতা খাল হতে কন্যাদাহ বাওড় পর্যন্ত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।

সোমবার বেলা ১২টার সময় বেলুন উড়িয়ে এবং দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খননের শুভ সুচনা করেন এমপি শেখ আফিল উদ্দীন।

বৃহত্তর খুলনা-যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির বাস্তবায়নে এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

চটকাপোতা খাল হতে কন্যাদাহ খাল পুনঃখননের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে ঝিনাইদহের খ্যাতনামা প্রতিষ্ঠান মেসার্স রুপালী ট্রেডার্স।

উক্ত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বজলুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম,

সহকারী প্রকৌশলী সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার দাস, ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার সহ উপজেলা আওয়ামিলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Check Also

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

আবু সাইদ বিশ্বাস, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:  ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।