চৌগাছায় ইসলামী ব্যাংকের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন,চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঝাউতলা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট মেসার্স মাসুদ ইলেক্ট্রনিকের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় ব্যবসায়ী দুলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী ব্যাংকের এসএভিপি ও চৌগাছা শাখার ব্যবস্থাপক আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন মল্লিক, ব্যাংকের সিনিয়র অফিসার ফারুক হোসেন ও হাফিজুর রহমান।অন্যান্যের মধ্যে স্থানীয় বাজারের ব্যবসায়ী আবুল কাশেম, বাবুল আক্তার, আব্দুল হালিম, রিয়াজুল ইসলাম, আব্দুল করিম ও মাসুদ ইলেক্ট্রনিকের সত্বাধিকারী ও ব্যংকের এজেন্ট মাসুদ পারভেজ বক্তৃতা করেন।

দোয়া পরিচালনা করেন চাঁদপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ কারীঃ মোঃ ফিরোজ রশিদ।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।