বেনাপোলে ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক

আব্দুল্লাহ(শার্শা)যশোর, প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট পুলিশ অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই আসামি (১)নজরুল ইসলাম (৩৫) পিতা শামছুর রহমান (২) আল-আমীন শেখ(২৬) পিতা হবি শেখ,উভয় গ্রাম ভবের বেড়, থানা বেনাপোল পোর্ট থানা, জেলা যশোর। নামের ২ জন মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (২৪ফেব্রুয়ারী) সন্ধ্যা ১৮ঃ১০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামস্হ হাইওয়ে রাস্তার উপর জনৈক ফল রাজুর বাড়ির সামনে হতে আসামি নজরুল ও আলামিন শেখ উভয়কে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে বেনাপোল পোর্ট থানার শফি আহম্মেদ রিয়েল সংগী এ এস আই(নিঃ) মোরাদ শেখ।

বেনাপোল পোর্ট থানা মামলা নং৪০,তারিখ ২৪/২/২১ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক) রুজু করা হয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।