মোজাম্বিকের উপকূলে মিলল মৃত ৮৬ ডলফিন

আফ্রিকার দেশ মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে মঙ্গলবার ৮৬টি মৃত ডলফিন পাওয়া গেছে।

একই স্থান থেকে রোববার কর্তৃপক্ষ ১১১টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উদ্ধার করেছে। খবর এএফপির।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, কী কারণে এসব ডলফিনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ইনহামবেন প্রদেশের বজারুতো দ্বীপ জাতীয় পার্কের একটি দল বজারুতো দ্বীপের পশ্চিম উপকূল থেকে ৮৬টি মৃত ডলফিন উদ্ধার করেছে।

দ্বীপটি মোজাম্বিক উপকূল ও মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়া মোজাম্বিক চ্যানেলে অবস্থিত। ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।