সুন্দরবনে ৫ কোটি টাকা ব্যায়ে ৮৮টি পুকুর খননের কাজ শুরু

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে সুন্দরবনের অভ্যন্তরে ৮৮টি পুকুর খনন ও পুন:খনন কাজের শুরু হয়েছে। খননকৃত এসব পুকুরের মধ্যে ৭০টিতে নির্মাণ করা হবে পাঁকা ঘাট।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরে আনুষ্ঠানিকভাবে পুকুর খনন ও পুন:খনন কাজের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এসব পুকুর খনন ও পুন:খননের কাজ শেষ হবার কথা রয়েছে।

উদ্বোধন শেষে উপ-মন্ত্রী সাংবাদিকদের বলেন বিশ্বের বৃহৎ জলাভূমির বন ওয়ার্ল্ড হেরিটেজ সাইড সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণীর দীর্ঘদিনের সুপেয় মিঠাপানির চাহিদা মেটাতে খনন ও পুন:খনন করা হচ্ছে ৮৮টি পুকুর।

সমুদ্রের জোয়ারের পানিতে প্লাবিত এই লবণাক্ত এই বনভূমির এসব পুকুর বন্যপ্রাণীর দীর্ঘদিনের সুপেয় মিঠাপানির চাহিদা মেটানো পাশাপাশি সুন্দরবনে থাকা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বনজীবি, দুবলার মৌসুমে হাজার হাজার জেলে বহরদার ব্যবসায়ী ও পর্যটকদেরও খাবার পানির চাহিদা মেটাবে।

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী হরিণসহ বন্যপ্রাণীর আধিক্য রয়েছে এমন এলাকাগুলোতে এসব পুকুর খনন ও পুন:খননের কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হলে বন্যপ্রাণীগুলোকে সুপেয় পানির সঙ্কটে পড়তে হবে না।

সুন্দরবনে খনন ও পুন:খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. মইন উদ্দিন খান ও বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।