ক্রাইমবাতা রিপোটঃ সরকারি কর্মকর্তা কর্মচারিদের বাসা ভাড়া এবং বেতন যেমন সম্পর্কিত, অনুরুপ বাসা ভাড়া (আবাসিক) বাদ দিয়েই বেতন ভাতাদি উত্তোলনের বিধান এবং নীতিমালা চাকুরী বিধির সাথে সম্পর্কিত, কিন্তু ব্যতিক্রম সাতক্ষীরা পিটিআই সুপার এসএম রাউফার রহীম, দুই হাজার উনিশ সালের জুলাই মাস হতে দুই হাজার একুশ সালের জানুয়ারী মাস পর্যন্ত উনিশ মাস যাবৎ বেতনের সাথে বাসা ভাড়া (আবাসিক) উত্তোলন করে চলেছেন। অথচ তিনি সাতক্ষীরা পিটিআই ক্যাম্পাসে অবস্থান করেন, উলেখ্য পিটিআই সুপারের পদ সার্বক্ষনিক কর্মক্ষেত্রে উপস্থিতি থাকা। সাতক্ষীরা জেলা হিসাবরক্ষন অফিস মুল বেতনের সাথে বাসা ভাড়ার অর্থ উত্তোলনে সরকারি নীতিমালার পরিপন্থী বিধায় বাসা ভাড়া বাবদ উত্তোলন করা অর্থ সরকারি কোষাগারে জমা দিতে পত্র প্রেরন করেছেন এবং বেতন উত্তোলনের ক্ষেত্রে উত্তোলন করা অর্থ ফেরৎ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা হিসাব রক্ষন অফিস। সূত্র জানায় পিটিআই সুপারের বেতন ৪৭৩০০/= বাসা ভাড়া বাবদ মুল বেতনের চলিশ ভাগ, সেই হিসেবে গত উনিশ মাসে তিনি সাড়ে তিন লক্ষাধীক টাকা বাসা ভাড়া বাবদ উত্তোলন করেছেন। সাতক্ষীরা জেলা হিসাব রক্ষন অফিসার আব্দুল লতিফ মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন এবং অতিরিক্ত বাসা ভাড়া বাবদ উত্তোলন করা অর্থ সরকারি কোষাগার জমা দেওয়ার জন্য পত্র প্রেরন করেছেন। সাতক্ষীরা জেলা হিসাব রক্ষন অফিসের দুরদর্শিতা, দায়িত্বশীলতা এবং সরকারে অর্থ সুরক্ষা করার বহিঃ প্রকাশ পিটিআই সুপার কর্তৃক বাসা ভাড়া বাবদ অর্থ উত্তোলন এর বিষয়টি আমলে আনা এবং অর্থ ফেরৎ দিতে পত্র প্রেরণ করা। সাতক্ষীরা পিটিআই সুপারের পিটিআই ক্যাম্পাসে অবস্থান ও আবাসিক সুবিধা গ্রহন করার পরেও বাসা ভাড়া বাবদ সরকারি অর্থ উত্তোলন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকুরীর বিধি বিধান এরপ্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন, নৈতিক স্থলন এবং অসদাচারন কিনা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …