সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সড়কের দুইধারে উচ্ছেদ অভিযান

ভোমরা প্রতিনিধিঃ   সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের দুই পাশে সড়কের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
ভোমরা জিরো পয়েন্ট হতে আলীপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানা গেছে। ভুট্টর বিল্ডিং ,মান্নান,গোলাম বারি,আশরাফ আলি, জাকির ফটোকপি, লক্ষীদাড়ী নবউদায়ন সংঘ, মুক্তিযুদ্ধো সংসদ,তপন মাষ্টার গোডাউন,রাজ্জাক ব্রার্দাস,মাজেদ হুজুরে ভবনের কিছু অংশ ভেঙে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত কয়েকদিন সড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হলেও কেউ তা কানে নেয়নি। ফলে আজ থেকে এ অভিযাগ শুরু করেছে সড়ক ও জনপদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা জানান, আলীপুর থেকে ভোমরাস্থল বন্দর পর্যন্ত সড়কের দুইধারে সড়ক ও জনপদের জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সড়ক জনপদ কর্তৃক ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নেমেছে। তাদের এ অভিযানে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।