সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ

রুহুল কুদ্দুসঃ (আশাশুনি) প্রতিনিধি \ মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ। আবারও প্লাবিত হতে পারে প্রতাপনগর। স্বস্তির নিঃশ্বাস নেই এলাকাবাসীর মাঝে। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে হতাশ ও অসন্তোষ প্রকাশ এলাকাবাসীর। কর্মসূচির লোকবল দিয়ে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার দাবি ভুক্তভোগী স্থানীয়দের। শনিবার দিবাগত গভীর রাতে প্রতাপনগর হরিষ খালির মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে নদীর জোয়ারের পানি প্রবেশ করতে থাকলে তৎসময়ে বেড়ি বাঁধের গা ঘেঁষে বসবাস কারি স্থানীয়দের হাঁক চিৎকারে একত্রিত প্রচেষ্টায় বড় ভাঙ্গনের হাতে থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। তবে মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। কোথাও এক ফুট কোথাও দুই ফুট রাস্তাই বেড়িবাঁধ হিসাবে দৃশ্য মান। প্রতিনিয়ত স্থানীয় ভুক্তভোগী বানভাসি অসহায় এলাকাবাসী ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমের কাজ করে যান। কি রাত, কি দিন, যখনই বেড়িবাঁধ ছাপিয়ে বা বেড়িবাঁধে ভাঙ্গন লাগে তখনই জীবন মরণ বাজি রেখে বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়ে উপকূলীয় অঞ্চলের এই বানভাসি মানুষেরা। আম্ফান ঝড়ের দীর্ঘ নয় মাসের মাথায় প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া ও হরিশ খালির ভাঙ্গন পয়েন্ট ক্লোজার চাপানোর মাধ্যমে প্রতাপনগর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত তথা জোয়ার ভাটার লোনাপানির হাত থেকে রক্ষা পেলেও দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও আজও ইউনিয়নের চাকলা গ্রামের ভাঙ্গন দিয়ে সুভদ্রা কাটি, রুইয়ার বিল, দিঘলার আইট ও চাকলা গ্রাম লবণ জলে জোয়ার ভাটার প্রবাহমান স্রোত ধারা বয়ে চলেছে। মহা প্রলয়ঙ্কারী জ্বলোচ্ছাস ঘুর্নিঝড় আম্ফানের পর বেড়ি বাঁধ ভাঙ্গন ক্লোজারে কাজ চললেও মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে কোন সংস্কার কাজ করা হয়নি বলে দৃশ্যমান। যার প্রেক্ষিতে এলাকাবাসী চরম চিন্তা ও হতাশা প্রকাশ করেছেন। এলাকার অধিকাংশ বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে প্রতাপনগর হরিশখালি, সুভদ্রা কাটি, শ্রীপুর কুড়িকাহুনিয়া, চাকলা ও রুইয়ার বিল আগামীর গোন জোয়ারে এই সমস্ত বেড়ি বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাই বিরাজমান। স্থানীয়রা জানান পানি উন্নয়ন বোর্ডের চরম গাফিলতির কারণে আবারো বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এহেন পরিস্থিতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসীর।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।