কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় টিউবওয়েলের পানির গর্তে পড়ে নয়ন নামে দুই বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নয়র চান্দা গ্রামের কৃষক মুকুলের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির টিউবওয়েলের পানি যাওয়ার গর্তের পাশে খেলা করছিল শিশু নয়ন। এসময় তার মা ঘরে কাজ করছিল। বাইরে নয়নের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণ পর টিউবওয়েলের পানি যাওয়ার গর্তে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার পিয়াশ কুমার দাস জানান, বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা করে দেখা যায় শিশুটি মৃত্যু বরণ করেছে
Check Also
২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ
ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …