স্টাফরিপোটারঃ সাতক্ষীরার তালা-কলারোয়ার ২১টিসহ দেশের ৩৭১ ইউপি ও ১১ পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সাতক্ষীরার যে ২১ টি ইউনিয়ন পরিষদে ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- তালা উপজেলার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটী, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী এবং কলারোয়া উপজেলার কয়লা, হেলাতলা, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়ীয়া, চন্দনপুর, দেয়াড়া ও যুগিখালী
নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ, শুক্রবার। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ, বুধবার।
বুধবার (২ মার্চ) নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ইভিএমে এ উপনির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয় কমিশন সভায়। এ উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।