কলারোয়ার নিষ্ঠুরতার চার হত্যা মামলার পরবতি সাক্ষ্যগ্রহণ ৯ মাচ

কলারোয়ার খলসি গ্রামের নিষ্ঠুরতার চার হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে। লোমহর্ষক, নির্মম, বর্বরতায় পূর্ণ উক্ত হত্যা মামলা দ্রুততার সাথে পরিচালিত হওয়ায় দৃশ্যতঃ বাদী, হত্যাকান্ডের শিকার চার জনের আত্মীয়স্বজন সহ শোকাহত এলাকাবাসির মাঝে সন্তোষ বিরাজ করছে। গতকাল ছিল মামলার নবম দিনের মত সাক্ষ্য গ্রহনের দিন। জব্দ তালিকার দুই সাক্ষী মোঃ আব্দুস সাত্তার ও মোঃ আলমগীর হোসেনের জবানবন্দী ও জেরা সমাপ্ত হয়েছে। গতকাল পর্যন্ত চৌদ্দজন সাক্ষীর সাক্ষ্য গ্রহন সম্পন্ন করলেন বিজ্ঞ আদালত। আগামী নয় মার্চ পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন বিচারিক আদালত। সা¤প্রতিক সময়ে কেবল সাতক্ষীরা নয় জাতীয় ভাবে আলোচিত চার হত্যা কান্ডের ঘাতক রায়হানুর রহমান গত পনের অক্টোবর গভীররাতে নিজ বড় ভাই শাহিনুর গাজী ৪০, ভাবী সাবিনা ইয়াসমিন (৩০), এবং অবুঝ ভাইপো সিয়াম হোসেন (১০) ও ভাইজি তাছলিমা (৭) কে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডটি এতটুকু হৃদয় বিদারক ছিল যে দুই অবুঝ শিশুর লাশ প্রত্যক্ষ করে হাজারো মানুষ কেঁদেছে। যারা নিহত শাহিনুর গাজীর আত্মীয় নয় তারা চোখের পানি ফেলেছিল, শোকার্ত, মর্মাহত, ক্ষুদ্ধ জনসাধারন এর দাবী ছিল দ্রুত বিচার। সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করায় শোকাহত জনগোষ্ঠী দৃশ্যতঃ খুশি। গতকাল নবম দিনের মত সাক্ষ্য গ্রহনের ধার্য্য দিনে অন্যান্য দিনের ন্যায় আদালত চত্বরে উৎসুক জনগনের ভিড় ছিল লক্ষনীয়। নিরাপত্তা সহ বিধি বিধানের কারনে এজলাস কক্ষে জনসমাগমের যথাযথ সুযোগ না থাকায় এই মামলার খোজ খবর জানতে আদালত চত্বরে শোকাহত লোকজনের উপস্থিতি লেগেই থাকে। মামলাটির বিচারকার্যে কেবল রাষ্ট্রপক্ষ নয়, আসামী পক্ষের আইনজীবীরাও যথাযথ সুযোগ পাচ্ছে। এ প্রতিনিধি প্রতিটি ধার্য্য দিনে প্রত্যক্ষ করে চলেছেন সাক্ষীদের সাক্ষ্য প্রদান, কাঠগড়ায় আসামীর উপস্থিতি, জবানবন্দী, জেরা, উভয় পক্ষের আইনজীবীদের বিচারিক কার্যক্রম অংশ গ্রহন সব কিছুই কেবল দ্রুত বিচারকে এগিয়ে নিচ্ছে তা নয়, ন্যায় বিচারের ক্ষেত্র বিস্তৃত হচ্ছে, রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করছেন বিজ্ঞ পিপি আব্দুল লতিফ।

Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।