ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা সদরে দেবনগরে গত ছয়দিন আগে চুরি হওয়ায় ৫ গরু মধ্যে ২ গরু উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। এসময় দুই গরুচোরকে আটক করে তারা।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জানাযায় গত ছয় দিন আগে সাতক্ষীরা দেবনগর আতোশ আলীর গরুর খামার থেকে পাঁচ গরু চুরি করে নিয়ে যায়। পর দিন সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন আতোশ আলী। এরপর থেকেই পুলিশ গরুগুলো উদ্ধারের জন্য অভিযানে নামে।
একপর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া শাহপুর গরুর হাট থেকে চিহ্নিত করে গরুর মালিক আতোশ আলী সরদার। পরে ডুমুরিয়া থানার সহযোগিতায় সাতক্ষীরা সদর থানার এস আই স্বপন মন্ডল এর প্রচেষ্টায় ওইদিন সন্ধ্যায় গরু সহ চোর আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৈয়া গ্রামের মৃত্যু কিতাব আলী সরদার এর পুত্র হক সরদার (৫২) কোমলহর কৈয়া গ্রামের মৃত উজির আলী সরদার এর পুত্র মোস্তফা সরদার (৫৫)।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …