সাতক্ষীরায় প্রাইভেটকার চুনা নদীতেঃ সকলেই নিহত

ক্রাইমবাতা রিপোটঃ   শ্যামনগর উপজেলার গুমানতলী শওকতনগরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে চালক সহ ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার শওকতনগর গ্রামের নূরুল হক মোল­ার পুত্র প্রাইভেটকার ড্রাইভার নিহত মোঃ আরাফাত হোসেন (২২) তার পিতার প্রাইভেটকারে ভগ্নিপতি সাতক্ষীরার বাবু গাজীর পুত্র ইব্রাহিম গাজী (২৩) সহ অপর তিনজনকে সাথে নিয়ে গাড়ি চালানো শেখানোর সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত আরাফাতের বাড়ি সংলগ্ন চুনা নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত হোসেনকে মৃত ঘোষণা করেন। এরমধ্যে আরাফাতের ভগ্নিপতি গুরুতর আহত ইব্রাহিম ও শওকতনগরের হুদার পুত্র হাসান (১৮) এর অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে ইব্রাহিম মৃত্যুবরণ করেন। হাসানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত ২ জন একই গ্রামের বাসার গাজীর পুত্র সাইফুল­াহ গাজী (২৪), নূর হোসেন কাগুচীর পুত্র রবিউল ইসলাম (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করতে ছুটে যান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আকস্মিক দুর্ঘটনায় উক্ত ২ জন মৃত্যুবরণ করায় তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। অত্র এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।