স্টাফ রিপোর্টার \ তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরার একটি পুকুর থেকে ৪শ’ বছরের পুরাতন মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে তালা উপজেলার কুমিরা বাবুরপুকুর নামক এলাকা থেকে ইটভাঁটির মাটি কাটার সময় মূর্তিটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, স্থানীয় মোল−া ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় মূর্তিতে স্কেভেটরের কোপ লাগে। মুহূর্তেই স্থানীয় এলাকাবাসী সেখানে জড়ো হয়। সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি তাদের হেফাজতে নেয়। পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাঁটিতে মাটি নেয়ার সময় মূর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মূর্তি। মূর্তিটির ওজন এক কেজি চার শ’ গ্রাম। মূর্তিটি চার শ’ বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …