সাতক্ষীরায় মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ক্রাইমবাতা রিপোট:   সাতক্ষীরা সংবাদদাতা।।সাতক্ষীরায় দু’টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। রোববার রাত ১০ টার দিকে পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে সাতক্ষীরা-আশাশুনি সড়কের এঘটনা ঘটে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
নিহতের নাম মনিরুজ্জামান মনি (৪৬)। তিনি সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার আব্দুস সালাম আমিনের ছেলে।
অহতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলা নুনগোলা গ্রামের আব্দুল হামিদের ছেলে নজরুল ইসলাম (২০) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে অতিক (২২) এবং ঝিনাইদহা জেলার হরিনাকুন্ড এলাকার সুবোল মন্ডলের ছেলে শান্ত (৪৫)।
নিহত মনির প্রতিবেশী রাজারবাগান গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন জানান, রাতে মনিরুজ্জামান মনি ও তার বন্ধু শান্ত মটর সাইকেলে ধুলিহর এলাকা থেকে সাতক্ষীরা শহরে ফিরছিল। পতিমধ্যে রাত ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে পৌছালে ধুলিহর গামী একটি মটরসাইকেলর সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক মনি ও আরোহী শান্ত এবং অপর মটরসাইকেল চালক আতিক ও আরোহী নজরুল গুরুতর আহত হয়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়। খুলনা নেয়ার পথে মনি মারা যায়। গুরুতর আহত শান্ত, আতিক ও নজরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আতিকের অবস্থা আশংকা বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছিল।

লিংকে ক্লিক করে ভিডিও দেখুন

kopotakkho24

ভাল লাগলে আমাদের চ্যানেল subscribes  করবেন

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।