সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ। সোমবার সকাল ১১টায় সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সকল সাংবাদিকরা মিলেমিশে একাকার হয়ে যান এবং আগামী দিনে সাতক্ষীরা প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের আশ্রয় স্থল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নব নির্বাচিতরা কর্মকর্তারা। এছাড়া প্রেসক্লাবসহ সাংবাদিকদের কল্যাণে কাজ করার সব সময় নব নির্বাচিত কমিটি স্বোচ্চার থাকবে বলে মন্তব্য করেন। এ সময় বিদায়ী সভাপতি অধ্যক্ষ আবু আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, কার্যনির্বাহী সদস্য মকসুমুল হাকিম, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদার, সেলিম রেজা মুকুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, গাজী টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক নেতা কামরুল হাসান। পরে সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নবনির্বাচিত সকল সদস্যকে মিষ্টি মুখ করান।-প্রেস বিজ্ঞপ্তি
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …